হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
প্রকাশ:
১৯ আগস্ট, ২০২৫, ০৪:৫১ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
চার ব্যক্তিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান কর্তৃপক্ষ। মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলে প্রকাশ্যে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। দেশটির বিচার বিভাগের নিউজ পোর্টাল মিজান জানিয়েছে, “ফারস প্রদেশের বেইরামে এক পরিবারের চার সদস্যের নৃশংস হত্যায় জড়িত এক অপরাধীকে মঙ্গলবার জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়েছে।” অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, ইরানে হত্যা ও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যার দিক থেকে চীনের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। ইরান সাধারণত ভোরে ফাঁসি দিয়ে জনসমক্ষে অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে। মিজান জানায়, “অভিযুক্ত ওই ব্যক্তি ও তার স্ত্রী ২০২৪ সালের অক্টোবরে ডাকাতির সময় এক মা ও তিন সন্তানকে হত্যা করেছিল।” ইরানি গণমাধ্যমের তথ্যানুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই দম্পতিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এই রায় নিশ্চিত করে। মিজান জানায়, ওই ব্যক্তির স্ত্রীর মৃত্যুদণ্ড কারাগারেই কার্যকর করা হবে, তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল এমএইচ/ |