বরিশাল মেডিকেলে হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ:
১৯ আগস্ট, ২০২৫, ০৩:১২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের উপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান। গ্রেপ্তার হোসাইন আল সুহান বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান। তিনি বলেন, আন্দোলনে অংশ নেয়া ছাত্রলীগের এক ক্যাডারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তারের সময় স্বাস্থ্যখাত আন্দোলনের কয়েকজন সদস্য জোর করে টহল পিকআপে উঠেছিল। তাদের ছেড়ে দেয়া হয়েছে। সুহানকে হাসপাতালে চিকিৎসক ও কর্মচারী মামলার আসামি হিসেবে আদালতে পাঠানো হবে। এর আগে সোমবার বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী বাহাদুর শিকদার বাদী হয়ে মামলা করেন। মামলায় স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনিকে একমাত্র নামধারী ও অজ্ঞাত আরও ৮০ জনকে আসামি করে মামলা করেন। আসামিদের বিরুদ্ধে বেআইনীভাবে জনতার উপর হামলা, হত্যার উদ্দেশ্যে আঘাতসহ মারধর করে গুরুতর ও সাধারণ জখম এবং হুমকি দেয়ার অভিযোগ আনা হয়েছে। স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সদস্য তাহমিদ ইসলাম দাইয়ান বলেন, ‘আজ (মঙ্গলবার) জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল আমাদের। তাই তারা নগরীর ফজলুল হক এভিনিউ সড়কের নগর ভবনের সামনে অবস্থান নেন। সেখান পুলিশ আমাদের সমন্বয়ক সুহানকে নিয়ে গেছে। আরও দুই তিনজনকে নিয়ে গেছে। কোথায় নিয়েছে আমরা জানি না।’ এসএকে/
|