হুফফাজ কল্যাণ সোসাইটি সিলেট-এর উদ্যোগে পরিচালক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ:
১৯ আগস্ট, ২০২৫, ০১:৫৭ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
মাহমুদুল হাসান প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতা, নেতৃত্বগুণ ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে হুফফাজ কল্যাণ সোসাইটি সিলেট-এর উদ্যোগে সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত একদিনব্যাপী পরিচালক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলার বিভিন্ন মাদরাসার মুহতামিম ও পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইতমিনান পাবলিকেশন্স বোর্ড বাংলাদেশ-এর পরিচালক হাফেজ মাওলানা মুফতি মুসা খান। প্রতিষ্ঠান পরিচালনার আধুনিক দৃষ্টিভঙ্গি, সুনির্দিষ্ট পরিকল্পনা ও ব্যবস্থাপনা, শিক্ষক পরিচালনা, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সংযোগ, আর্থিক স্বচ্ছতা এবং কারিকুলাম বাস্তবায়নের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয় । দেশব্যাপী কর্মশালার পশাপাশি এ ছাড়াও ইতমিনান পাবলিকেশন্স এর বই ও আমাদের প্রশিক্ষণ ও পরামর্শ নিয়ে দেশব্যাপী ৭০০ প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। |