খুলনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কর্মসূচির উদ্বোধন
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫, ০৪:৪০ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উদযাপন উপলক্ষে দাওয়াতি কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৭ আগস্ট) বিকাল তিনটায় বাবরি চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর শাখার সভাপতি শরীফ সাইদুর রহমান এবং পরিচালনা করেন মহানগরীর বায়তুল মাল সম্পাদক মাওলানা মুজাহিদুর রহমান। 

এতে আলোচনা করেন খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মুফতী অলিউল্লাহ মাহমুদ, খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা হাকীমাতুল ইসলাম, মাওলানা মনির হোসাইন ও মাওলানা মারুফ বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বিভিন্ন পেশার কয়েকজন ভাই বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্যপদ গ্রহণ করে সংগঠনে যোগদান করেন।

এমএইচ/