যুদ্ধ বন্ধের দাবিতে রাস্তায় নেমে এলেন বিক্ষোভকারীরা, অচল ইসরায়েল
প্রকাশ:
১৭ আগস্ট, ২০২৫, ০৪:২৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও বন্দি থাকা জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। তারা রাস্তায় নেমে এসেছেন। ইসরায়েলের অনেক জায়গায় বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এতে করে পুরো ইসরায়েলজুড়ে অচলাবস্থা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরেই জিম্মিদের মুক্তির দাবি করে আসছেন তাদের পরিবারের সদস্যরা। এজন্য প্রয়োজনে যুদ্ধ পুরোপুরি বন্ধও করতে বলছেন তারা। কিন্তু তাদের দাবিকে তোয়াক্কা না করে চলতি মাসের শুরুতে গাজার গাজা সিটি দখল করার পরিকল্পনা হাতে নিয়েছে যুদ্ধাপরাধে অভিযুক্ত বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। এরপরই সাধারণ ইসরায়েলিরা ১৭ আগস্ট বিক্ষোভের ডাক দেন। সেই অনুযায়ী শত শত ইসরায়েলি বিক্ষোভ করছেন। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রোববার সকাল থেকে অন্তত ২৫ জনকে আটক করা হয়েছে। রাস্তা আটকে যান চলাচল বন্ধ করে চলাচল বাধাগ্রস্ত করায় তাদের আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, জনশৃঙ্খলা ভঙ্গ এবং চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত করায় বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে ১১ জনকে আটক করা হয়েছে। পুলিশ দাবি করেছে, তারা বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে মহাসড়কের দিকে যাওয়া বেশিরভাগ সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পেরেছে। তবে জেরুজালেমের রুট ১৬ নামে একটি গুরুত্বপূর্ণ রাস্তা তারা এখনো আটকে রেখেছে। এই রাস্তাটি জেরুজালেমের দিকে গেছে। সাধারণ ইসরয়েলিদের বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি জেরুজালেমের জিম্মি স্কোয়াডে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানিয়ে এসেছেন। লাপিদ বলেছেন, জিম্মিরা কোনো বন্ধকী জিনিস নয় যে, তাদের পরিত্যাগ করে ইসরায়েলি সরকার যুদ্ধ চালিয়ে যাবে। এ জিম্মিদের গাজা থেকে মুক্ত করে আনতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি। সূত্র: টাইমস অব ইসরায়েল এমএইচ/ |