ফেব্রুয়ারিতে নির্বাচন করার সক্ষমতা সরকারের নেই : জিল্লুর রহমান
প্রকাশ:
১৭ আগস্ট, ২০২৫, ১২:৪৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করা হলেও, ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করেছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও সাংবাদিক জিল্লুর রহমান। তিনি বলেছেন, ফেব্রুয়ারিতে এই সরকার নির্বাচন দেবে এটা বিশ্বাস করি না। বিশ্বাস না করার অনেকগুলো কারণ আছে। এই সরকার নির্দলীয়-নিরপেক্ষ নয়। ফলে ফেব্রুরিতে নির্বাচন করার সক্ষমতা সরকারের নেই। সেনাপ্রধান একাধিকবার বলেছেন— ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। সরকার সেটাকে কখনো ডিসেম্বর থেকে জুন, কখনো এপ্রিল, কখনো ফেব্রুয়ারিতে— এই আলোচনাটা করছেন। যখন লন্ডনে প্রফেসর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক হয়, তখন বলেছিলাম বিএনপিকে ট্র্যাপে ফেলা হয়েছে। বিএনপি যে নির্বাচনের দাবিতে আওয়াজ তুলবার চেষ্টা করছিল, সেটাকে ডিফিউজ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ইসলামী আন্দোলন, জামায়াত ও এনসিপি পিআরের কথা বলছে। কেউ কেউ বলছেন পিআর ছাড়া নির্বাচন নয়। এখন এনসিপি বলছে— জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। জামায়াত বলছে— নির্বাচনের পরিবেশ এখনও নেই। এসএকে/ |