তিন দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে ইসলামী আন্দোলন
প্রকাশ:
১৭ আগস্ট, ২০২৫, ১০:৫৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
নিজস্ব প্রতিবেদক তিন দফা দাবিতে রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল তিনটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে এই কর্মসূচি পালিত হবে। ইসলামী আন্দোলন ঢাকা উত্তর ও দক্ষিণ শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বিশেষ অতিথি থাকবেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। প্রধান বক্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। এসএকে/ |