চট্টগ্রাম বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
প্রকাশ:
১৬ আগস্ট, ২০২৫, ০৮:১৩ রাত
নিউজ ডেস্ক |
![]()
খেলাফত মজলিস চট্টগ্রাম বিভাগের সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। শনিবার (১৬ আগস্ট) এ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রধান উপদেষ্টার ঘোষিত যথাসময়ে নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এর দায়ভার সরকারকে বহন করতে হবে। খেলাফত মজলিস মহাসচিব বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে এদেশের আলেম উলামাদের ত্যাগ অবদান স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু গত ৫ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ঘোষিত জুলাই ঘোষণাপত্রে আলেমদের অবদানকে বিশেষভাবে স্বীকার করা হয়নি। তিনি অবিলম্বে জুলাই ঘোষণাপত্র সংশোধন করে আলেম-উলামা, ৫৭ জন সেনাকর্মকর্তা, মোদিবিরোধী আন্দোলনে শহীদ দেশপ্রেমিক জনতা সহ সকল স্টেকহোল্ডারদের অবদান বিশেষভাবে উল্লেখ করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য খেলাফত মজলিসের চট্টগ্রাম বিভাগের (বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী জেলা) সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা শনিবার বিকাল ৩:৩০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস চট্টগ্রাম জোন পরিচালক অধ্যাপক এএসএম খুরশীদ আলমের সভাপতিত্বে ও চট্টগ্রাম জোন সহকারী পরিচালকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুফতী শিহাবুদ্দীন, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান হানিফ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নোয়াখালী জেলা সভাপতি মাওলানা মোঃ শামসুদ্দীন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও লক্ষ্মীপুর জেলা সভাপতি গোলাম মোস্তফা, নোয়াখালী জোন সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, চট্টগ্রাম মহানগরী সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবু সিদ্দিক, কক্সবাজার জেলা সভাপতি মুফতী আবু মুসা, নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোরশেদ আলম মাসুম, চট্টগ্রাম মহানগরী সিনিয়র সহসভাপতি মাওলানা জালাল উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সহসভাপতি মাওলানা হুমায়ুন আজাদ, সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ আবদুল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা সহসভাপতি মাওলানা হাবিবুল্লাহ ও মুফতী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, কক্সবাজার জেলা সহসভাপতি মাওলানা ইউনুস ফরাজী ও সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ মাহমুদ। সভায় প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন- মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি চট্টগ্রাম বিভাগের (বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী) সংসদীয় আসনের খেলাফত মজলিসের সম্ভাব্য ৩৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। চট্টগ্রাম জেলা: ফেনী জেলা: নোয়াখালী জেলা: লক্ষ্মীপুর জেলা: কক্সবাজার জেলা: বান্দরবান জেলা: মাওলানা আসগর হোসাইন রাঙ্গামাটি জেলা: মো. আব্দুল আওয়াল এমএইচ/ |