বাংলাদেশ খেলাফত মজলিসের ২য় ধাপের প্রার্থী তালিকা প্রকাশ রোববার
প্রকাশ:
১৬ আগস্ট, ২০২৫, ০৭:৪৩ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীদের তালিকা চূড়ান্তকরণের কার্যক্রম অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে দ্বিতীয় ধাপের তালিকা প্রকাশ করা হবে আগামীকাল রোববার (১৭ আগস্ট)। এ উপলক্ষে বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরের চানমিয়া হাউজিংয়ে অবস্থিত হলি উম্মাহ (আমিরে মজলিসের ব্যক্তিগত কার্যালয়) প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক প্রার্থী তালিকা ঘোষণা করবেন। স্থান: বাসা নং ৪১/২৫, রোড নং ৩, ব্লক-বি, চানমিয়া হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা-১২১৩ (জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ মাদ্রাসার উত্তর পাশে)। এর আগে গত ১৭ জুলাই প্রথম ধাপে মোট ২২৩ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিস। ওইদিন রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। সংবাদ সম্মেলনে দলীয় অবস্থান ব্যাখ্যা করে জানানো হয়, আগামী জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিস নিম্নকক্ষে আংশিক অনুপাতিক প্রতিনিধিত্ব এবং উচ্চকক্ষে পূর্ণ অনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক দ্বিকক্ষীয় সাংবিধানিক কাঠামোর পক্ষে অবস্থান নিয়েছে। এমএইচ/ |