আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২
প্রকাশ:
১৬ আগস্ট, ২০২৫, ১০:৪৮ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাতেই থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তাররা হলেন— রংপুরের বদরগঞ্জের মতিউর রহমান (২৮) এবং নীলফামারীর ডিমলার তৌহিদুল ইসলাম (২৫)। তারা ঘোষবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার নিশ্চিন্তপুর এলাকায় অনন্ত গ্রুপের একটি কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও প্রহরীকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, আটককৃতদের শনিবার সকালে আদালতে পাঠানো হবে। এসএকে/ |