তরুণদের সুন্দর আগামী গড়তে চায় শীলন বাংলাদেশ
প্রকাশ:
১৬ আগস্ট, ২০২৫, ০৮:৩৯ সকাল
নিউজ ডেস্ক |
![]()
সাহিত্য ও সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে শীলন বাংলাদেশ দেশের তরুণদের নৈতিক মূল্যবোধে বিশ্বাসী করে গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন সংগঠনের চেয়ারম্যান হাফিজ মাওলানা কথাসাহিত্যিক মাসউদুল কাদির । তিনি বলেন, সুস্থ সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশপ্রেমী ও নীতিবান মানুষ গড়ে তুলতে চাই। ১৫ আগস্ট ২০২৫ শুক্রবার বিকেলে রাজধানীর চৌধুরীপাড়ার আওয়ার ইসলাম মিলনায়তনে শীলন বাংলাদেশ আয়োজিত এক চা চক্রে তিনি এসব কথা বলেন। আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব এর সভাপতিত্বে চা-চক্র ও মতবিনিময়ে অংশ নেন, মুফতি এনায়েত কবির, মুফতি কাজী সিকান্দার, মুফতি আবুল ফাতাহ কাসেমী, মোবাশ্বির হাসান সাকফি, আহমাদ সিরাজি, ওয়ালিউল্লাহ, আবদুল্লাহ আল মামুন প্রমুখ। সভায় শীলন বাংলাদেশের তত্ত্বাবধানে নিয়মিত সাহিত্যসভা আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এসএকে/ |