দেশবাসী ইসলামের আদর্শের শক্তিকেই নির্বাচিত করবে: জামায়াত সেক্রেটারি
প্রকাশ:
১৩ আগস্ট, ২০২৫, ০৪:২৬ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী ইসলামি আদর্শের শক্তিকে নির্বাচিত করবে বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। নির্দলীয় সরকারের অধীনে ‘জুলাই সনদ’ এর আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে তার আলোকে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। বুধবার (১৩ আগস্ট) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার আরাফাত আবাসিক এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ভোটার সমাবেশে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন। জামায়াত সেক্রেটারি বলেন, সারাদেশে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ যদি অবাধ ও নির্বিঘ্নভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ইসলামি আদর্শের শক্তিকেই নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দেবে। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট-বাকশালী আওয়ামী লীগ সরকার ভিন্ন দেশের প্রেসক্রিপশনে ক্ষমতায় এসে দেশের আলেম-ওলামাদের ওপর জুলুম চালিয়েছে। ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের লজ্জাজনক পতন ঘটেছে। তাই আগস্ট বিপ্লবকে অর্থবহ ও টেকসই করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের অতীত অভিজ্ঞতা অনুসরণ করে ‘জুলাই জাতীয় সনদ’ অবিলম্বে প্রণয়ন করে বর্তমান সরকারের মাধ্যমেই তা বাস্তবায়ন করতে হবে। এই সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। চকমথুরাবাদ ভোটকেন্দ্র কমিটির সভাপতি মো. মতিউর রহমান হাওলাদারের সভাপতিত্বে এবং হরিণটানা থানার ৪ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি মো. আমির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান; সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও মিয়া গোলাম কুদ্দুস; ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেন; হরিণটানা থানা আমির আব্দুল গফুর। ডুমুরিয়া উপজেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান; ইসলামী আন্দোলন বাংলাদেশের হরিণটানা থানা নেতা হারুন অর রশীদ; উপজেলা হিন্দু কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেবক প্রসাদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সোনাডাঙ্গা থানা জামায়াত সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান নাঈম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আল আমিন গোলদার, এডভোকেট ব.ম. মনিরুল ইসলাম, মো. সেলিম বাহার, মো. মশিউর রহমান রমজান, মাওলানা ইমরান হোসেন, ডা. মো. ইসমাঈল হোসেন, মো. রফিকুল ইসলাম, রাসেল গাজী, আব্দুল বারেক মোল্লা, মো. শহিদুল, মো. কামাল হোসেন, মো. মুজাহিদুল ইসলাম, মো. মজিবুর রহমান ও হাফেজ মাওলানা আব্দুর রহিম। সমাবেশে মিয়া গোলাম পরওয়ারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউপি সদস্য আবুল কালাম, সোলায়মান কাজী, বাচ্চু সরদার, বিশিষ্ট সমাজসেবক আবু বকর, সালাহউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ২০-২৫ জন নেতা-কর্মী, যারা জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এমএইচ/ |