রায়গঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস
প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ০৮:৫৮ সকাল
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সোমবার (১১ আগস্ট) অগ্রসর সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়। 

রৌহা মাদরাসার হলরুমে আয়োজিত এ মজলিসে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম এবং পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান।

প্রশিক্ষণ মজলিসে দারসুল কুরআন প্রদান করেন জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রউফ। 

বিষয়ভিত্তিক আলোচনা করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম ও কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রশিক্ষণ মজলিসের কার্যক্রম শেষ হয়।

এসএকে/