মতলবে জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল
প্রকাশ:
১১ আগস্ট, ২০২৫, ১১:১০ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
চাঁদপুরের মতলব উত্তরে জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর পাঁচআনী মানসুরিয়া আরাবিয়া মাদরাসা মিলনায়তনে সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। মতলব উত্তর উপজেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা নজরুল ইসলাম পাঠানের সভাপতিত্বে ও উপজেলা জমিয়তের সদস্য মাওলানা আনিসুর রহমান এবং জেলা ছাত্র জমিয়ত সভাপতি ইমরান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে দেন দেন দলের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা নূর মোহাম্মদ কাসেমী। প্রধান বক্তার বক্তব্য দেন চাঁদপুর জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক বাদশা। বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা জমিয়তের সদস্য ক্বারী আব্দুল বাতেন মাজিদী, উপজেলা যুব জমিয়ত সভাপতি মাজহারুল ইসলাম, ছাত্র জমিয়ত সভাপতি আল আমিনসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মাওলানা নজরুল ইসলাম পাঠানকে সভাপতি ও মাওলানা আবদুল বাতেন মাজিদীকে সাধারণ সম্পাদক করে উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখা, মাজহারুল ইসলামকে সভাপতি ও আব্দুল কাদেরকে সাধারণ সম্পাদক করে যুব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখা, আল আমিনকে সভাপতি ও মাহমুদুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্র জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমীকে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। এসএকে/ |