
| 	
        
			
							
			
			  আত্মীয়ের রক্ত মানেই নিরাপদ?   
			
			
	
			
										প্রকাশ:
										১১ আগস্ট, ২০২৫,  ১০:৩১ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 || মুহাম্মদ মিজানুর রহমান || রোগীকে রক্ত দেওয়ার প্রয়োজন হলে, আমরা প্রায়ই আত্মীয়স্বজনের দিকেই ঝুঁকি নেই। ভাবি, “আপন মানুষ, নিশ্চয়ই নিরাপদ হবে তার রক্ত।” কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন। আত্মীয়ের রক্ত মানেই নিরাপদ—এই ধারণা কতটা সঠিক? আত্মীয়ের রক্ত: সুবিধা না বিপদ? রক্ত পরীক্ষার গুরুত্ব:   বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা:   আত্মীয়ের রক্ত একদমই নিষিদ্ধ নয়, তবে তা পরীক্ষা ছাড়া গ্রহণ করা অত্যন্ত বিপজ্জনক। রক্ত মানে জীবন—তাই আত্মীয়তার চেয়েও বেশি জরুরি রক্তের নিরাপত্তা। এক ফোঁটা অব্যবহৃত রক্ত কখনো জীবন বাঁচাতে পারে, আবার অবিশ্বস্ত এক ফোঁটা রক্ত হয়ে উঠতে পারে মৃত্যুর কারণ। এসএকে/  |