বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি মঈনুল ইসলাম, সম্পাদক আমিরুল ইসলাম
প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫, ১০:৪৫ রাত
নিউজ ডেস্ক

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নির্বাচন-২০২৫ রোববার (১০ আগস্ট) গাজীপুরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. মঈনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক আমিরুল ইসলাম।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আমির হোসেন সরকার এবং নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শাহীন আহমেদ।

ফোরাম সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য কমিটি নির্বাচিত হয়েছে।

নির্বাচিত অন্যদের মধ্যে সহ-সভাপতি অধ্যাপক ড. মো. শাহ আলম সরকার ও অধ্যাপক ড. মহা. আমিরুল ইসলাম।

যুগ্ম সম্পাদক ড. মো. আলী করিম; কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম; প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. মোহাম্মদ কুতুব উদ্দিন।

সাংগঠনিক সম্পাদক মো. জহুরুল ইসলাম; সাংস্কৃতিক সম্পাদক সাকিবা ফেরদৌসী।

এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন: অধ্যাপক ড. মুহাম্মদ ছাইদুল হক, অধ্যাপক ড. এ.কে.এম. আশরাফুল আলম, অধ্যাপক ড. মো. মোতাহারুল ইসলাম, অধ্যাপক ড. শাহীন আহমেদ।

আরএইচ/