দোহার উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন
প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫, ০৪:৪০ দুপুর
নিউজ ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, দোহার উপজেলার কাউন্সিল সম্পন্ন হয়েছে। 

রোববার (১০ আগস্ট) উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স হল রুমে ড. মুফতী ফিরোজ খান কাসেমীর সভাপতিত্বে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

বিশেষ অতিথির বক্তব্য দেন জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী আফযাল হুসাইন রাহমানী ও স্থানীয় নেতারা। 

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ড. মুফতী ফিরোজ খান কাসেমীকে সভাপতি ও মুফতী মিরাজুল ইসলাম ভুইঁয়াকে সাধারণ সম্পাদক ও মুফতী আবু মুসাকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।

এমএইচ/