দারুননাজাত একাডেমিতে ফার্স্ট ইংলিশ কার্নিভাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
প্রকাশ:
১০ আগস্ট, ২০২৫, ০৩:২১ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
দারুননাজাত একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ফার্স্ট ইংলিশ কার্নিভাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। দারুননাজাত একাডেমির ব্রাঞ্চ ইনচার্জ মুহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে শনিবার (৯ আগস্ট) সকালে একাডেমি অডিটোরিয়ামে এই ইংলিশ কার্নিভাল অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী ফার্স্ট ইংলিশ কার্নিভালে শেকসপিয়ার ইংরেজি সাহিত্য ও ব্যাকরণ প্রতিযোগিতা, সাইমন সেইজ গেইম, অনুবাদ, ইংরেজি কবিতা আবৃত্তি, স্পিড রিডিং প্রতিযোগিতা, টাং টুইস্টার, সবচেয়ে বড় শব্দের চ্যালেঞ্জ, ইংরেজি বক্তব্য এবং ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পুরস্কৃত হয়েছে ৫৩ জন। অনুষ্ঠানের সভাপতি মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, ইংলিশ কার্নিভালের মতো যুগোপযোগী আয়োজন শিক্ষার্থীদের মাঝে ইংরেজি ভাষার প্রসার ঘটাবে। ইংরেজি ভীতি দূর করে ইংরেজি ভাষা চর্চায় উদ্বুদ্ধ করবে। এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। শিক্ষার্থীরা ইংলিশ কার্নিভালের প্রতি তাদের এই আগ্রহ ধরে রাখতে পারলে ইংরেজি ভাষায় দক্ষ হয়ে উঠবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটা সময় মাদরাসা শিক্ষার্থীদের ইংরেজিতে দুর্বল মনে করা হতো। এখন এই অপবাদ দূর হয়েছে। উচ্চশিক্ষায় ও কর্মজীবনে তারা কৃতিত্বের স্বাক্ষর রাখছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এভিপি মো. সগির আহমদ, এফএভিপি আবদুল হালিম, দারুননাজাত একাডেমির সিইও নাজমুল ইসলাম ও ইংলিশ কার্নিভালের কো অর্ডিনেটর এম এম আসিফুল হকসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এসএকে/ |