বরিশাল বিভাগের ২১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
প্রকাশ: ০৯ আগস্ট, ২০২৫, ০৫:২২ বিকাল
নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য খেলাফত মজলিসের বরিশাল বিভাগের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। 

সংগঠনের নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। 

সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক সিরাজুল হক। বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন মুহাম্মদ মুনতাসির আলী। 

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাস্টার আবদুল মজিদ, অধ্যাপক এ. কে. এম মাহবুব আলম, অধ্যাপক আহমদ আসলাম, কেন্দ্রীয় সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নুর হোসেন ও বরিশাল বিভাগের জেলা নেতৃবৃন্দ।

বরিশাল বিভাগের ২১টি আসনে ঘোষিত খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি প্রতিকে সম্ভাব্য প্রার্থীগণ হলেন: 
বরিশাল জেলা:
বরিশাল-১: অধ্যাপক মো. সাইদুর রহমান শাহীন
বরিশাল-২: মো. মোস্তাফিজুর রহমান ইরান
বরিশাল-৩: অধ্যাপক মাওলানা মুহাম্মদ মুয়াজ্জেম হোসাইন
বরিশাল-৪: অধ্যাপক রুহুল আমিন কামাল
বরিশাল-৫: অধ্যাপক এ. কে. এম মাহবুব আলম
বরিশাল-৬: অধ্যাপক মো. মোশাররেফ হোসেন খান

বরগুনা জেলা:
বরগুনা-১: অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসাইন
বরগুনা-২: অধ্যাপক মো. রফিকুল ইসলাম

পটুয়াখালী জেলা:
পটুয়াখালী-১: অধ্যাপক মাওলানা মো. সাইদুর রহমান
পটুয়াখালী-২: মাওলানা মো. আইয়ুব বিন মুসা
পটুয়াখালী-৩: অ্যাডভোকেট দেলোয়ার হোসেন
পটুয়াখালী-৪: ডা. জহির আহম্মেদ

ঝালকাঠি জেলা:
ঝালকাঠি-১: মাওলানা মঈনুল ইসলাম (মঈন)
ঝালকাঠি-২: ডা: মো. সিদ্দিকুর রহমান

ভোলা জেলা:
ভোলা-১: মাওলানা শামসুল আলম
ভোলা-২: অধ্যক্ষ মাওলানা সালেহ উদ্দিন
ভোলা-৩: মাওলানা আবদুর রাজ্জাক
ভোলা-৪: ইঞ্জিনিয়ার মো. মাহফুজুর রহমান
পিরোজপুর জেলা:
পিরোজপুর-১: মাওলানা আবদুল গাফ্ফার
পিরোজপুর-২: হাফেজ মো. নূরুল হক
পিরোজপুর-৩: অধ্যাপক মোতালেব হোসেন

এসএকে/