জমিয়তের দ্বিতীয় ধাপের প্রার্থী ঘোষণা বিকেলে, চলছে মতবিনিময়
প্রকাশ: ০৯ আগস্ট, ২০২৫, ১১:৪৯ দুপুর
নিউজ ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে। আজ বিকেলে সিলেট ও চট্টগ্রাম বিভাগে দলের প্রার্থী ঘোষণা করা হবে। এ লক্ষ্যে জমিয়তের পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভা চলছে।

শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় পল্টনে দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা শুরু হয়েছে। 

সভায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা ও মহানগর শাখার নির্দিষ্ট ৫ জন দায়িত্বশীল যথাক্রমে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ এবং দুই বিভাগের সংসদীয় আসনসমূহের চূড়ান্ত প্রার্থীরা উপস্থিত রয়েছেন। 

সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে ও জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুর ইসলাম আফেন্দীর পরিচালনায় উপস্থিত আছেন জমিয়তের কেন্দ্রীয় নেতারা।

জমিয়ত জানিয়েছে, বিকেল ৪টায় প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

এসএকে/