বাইতুস সালাম মসজিদ মাদরাসা কমপ্লেক্স -এ মুয়াজ্জিন নিয়োগ
প্রকাশ:
০৯ আগস্ট, ২০২৫, ১০:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
রাজধানীর উত্তরায় বাইতুস সালাম মসজিদ মাদরাসা কমপ্লেক্সে (র্যাব-১ সংলগ্ন) একজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে। শনিবার (৯ আগস্ট) মসজিদ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, আগ্রহী প্রার্থীকে অবশ্যই হাফেজ ও কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদীস পাস হতে হবে। আযান ও তেলাওয়াতে বিশুদ্ধ ও সুললিত কন্ঠের অধিকারী হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদেরকে প্রধান্য দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২৫/০৮/২৫ তারিখের মধ্যে মুতাওয়াল্লি বরাবর আবেদনপত্র শিক্ষাগতযোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র নিম্নে উল্লেখিত ঠিকানায় সরাসরি বা মেইলে পাঠাতে বলা হয়েছে। যোগাযোগের ঠিকানা: প্রয়োজনে: ০১৮২৭১৬১৬২৫; ০১৬০৯২৭৮৫২০ এসএকে/ |