বিপৎসীমার ওপরে তিস্তার পানি, চার জেলায় নতুন বন্যার শঙ্কা
প্রকাশ: ০৯ আগস্ট, ২০২৫, ০৯:৩৬ সকাল
নিউজ ডেস্ক

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ মিটার। শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টায় ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ঠিক বিপৎসীমায়, যা বন্যার ঝুঁকি বাড়িয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যানুসারে, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত পানির উচ্চতা বেড়েছে ২৯ সেন্টিমিটার। বর্তমানে পানি ধীরগতিতে বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় তিস্তা অববাহিকায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে পানি আরও বাড়তে পারে এবং নতুন বন্যার আশঙ্কা দেখা দিতে পারে।

বিশেষ করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে এই ঝুঁকি বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, “পানি কিছুটা বেড়েছে ঠিকই, তবে বড় ধরনের বন্যার আশঙ্কা এখনো নেই। আমরা সতর্ক অবস্থানে রয়েছি।”

এসএকে/