সাংবাদিক হত্যাকাণ্ডে ইসলামী ছাত্র মজলিসের তীব্র নিন্দা ও বিচারের দাবি
প্রকাশ: ০৮ আগস্ট, ২০২৫, ০৩:১১ দুপুর
নিউজ ডেস্ক

গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস। সংগঠনটি দ্রুততম সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী ও সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইন বলেন,
“সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তিকে হত্যা নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা, সত্য প্রকাশের অধিকার ও জনস্বার্থে সাংবাদিকতার ওপর এক নির্মম আঘাত।”

নেতৃদ্বয় জানান, নিহত সাংবাদিক তুহিন হত্যার কিছু সময় আগে এলাকায় চাঁদাবাজি ও রাস্তার অব্যবস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার করেন। এরপরই সন্ত্রাসীচক্র তাকে কুপিয়ে হত্যা করে। তারা এই ঘটনাকে পূর্বপরিকল্পিত এবং নৃশংস আখ্যা দেন।

ইসলামী ছাত্র মজলিসের নেতৃবৃন্দ দাবি জানান, সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, প্রশাসনের অবহেলা ও নিষ্ক্রিয়তার সুষ্ঠু তদন্ত করতে হবে, সাংবাদিকদের নিরাপত্তায় বাস্তবসম্মত ও কঠোর আইন প্রণয়ন ও কার্যকর করতে হবে, সত্য প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যেকোনো শক্তিকে দমন করতে হবে

নেতৃদ্বয় আরও বলেন,
“সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা এবং বিচারহীনতার সংস্কৃতি দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীন গণমাধ্যমের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং দেশজুড়ে উদ্বেগ তৈরি করে।

এসএকে/