সাংবাদিক হত্যাকাণ্ডে খেলাফত মজলিসের উদ্বেগ ও নিন্দা প্রকাশ
প্রকাশ:
০৮ আগস্ট, ২০২৫, ০২:২৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি রাজনৈতিক দল খেলাফত মজলিস। দলটি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। শুক্রবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, নেতৃদ্বয় বলেন, গত এক বছরে একাধিক হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা এবং কার্যকর ব্যবস্থা না থাকাও এই অবস্থার জন্য দায়ী। তারা বলেন, বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিক হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও তৎপরতা জোরদার করতে হবে সন্ত্রাসী যেই হোক, যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাতে হবে প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাছে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে নিন্দার ঝড় উঠেছে। এসএকে/ |