মসজিদুল হারাম ও মসজিদে নববিতে আজকের জুমার ইমামতিতে থাকছেন যারা
প্রকাশ: ০৮ আগস্ট, ২০২৫, ১২:৩২ দুপুর
নিউজ ডেস্ক

আজ শুক্রবার, ৮ আগস্ট, সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত ইসলামি স্কলার ও ক্বারি শায়খ উসামাহ খাইয়াত। একই দিনে মদিনার মসজিদে নববিতে জুমার নামাজে ইমামতির দায়িত্ব পালন করবেন খ্যাতনামা ক্বারি শায়খ আব্দুল বারি আস-সুবাইতি। এই তথ্য হারামাইন শরিফাইন ওয়েব পোর্টালে প্রকাশ করা হয়েছে।

শায়খ উসামাহ খাইয়াত মুসলিম বিশ্বের অন্যতম শ্রদ্ধেয় আলেম ও ক্বারি। তার পিতার নাম আব্দুল্লাহ এবং দাদার নাম আব্দুল গনি। ১৯৫৬ সালে তিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে স্নাতক ডিগ্রি অর্জনের পর, উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে ১৯৮২ সালে মাস্টার্স এবং ১৯৮৮ সালে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। পরে ১৯৯৭ সালে তিনি মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ পান।

শায়খ আব্দুল বারি আস-সুবাইতি তার সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াতের জন্য বিশ্বব্যাপী পরিচিত। ১৩৮০ হিজরিতে তিনি মক্কায় জন্মগ্রহণ করেন। ১৪০৫ হিজরিতে কিং ফাহাদ ইউনিভার্সিটি থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী সময়ে উম্মুল কুরা ইউনিভার্সিটির ইসলামী শরিয়া অনুষদে ভর্তি হয়ে ১৪০৯ হিজরিতে অনার্স এবং ১৪১৫ হিজরিতে মাস্টার্স সম্পন্ন করেন।

মাত্র ১৯ বছর বয়সে তিনি কোরআনের হিফজ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ১৯৯৭ সালে যুক্তরাজ্যের একটি ইসলামিক সেন্টারে তারাবির ইমাম হিসেবে আমন্ত্রিত হন এবং পরে কিছুদিন মসজিদুল হারামেও ইমামতির সুযোগ পান। এরপর ১৪১৪ হিজরি সাল থেকে তিনি মসজিদে নববির ইমাম হিসেবে নিয়মিত দায়িত্ব পালন করছেন।

মসজিদুল হারাম ও মসজিদে নববি মুসলিম বিশ্বের সবচেয়ে সম্মানিত ও বরকতময় স্থানগুলোর অন্যতম। এসব স্থানে নামাজ আদায়ের বিশেষ ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে।

হজরত আবু দারদা (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন:
"মসজিদুল হারামে এক নামাজের সওয়াব অন্যত্র এক লাখ নামাজের সমান, আমার এই মসজিদে (মসজিদে নববি) এক নামাজ এক হাজার নামাজের সমান, এবং বাইতুল মুকাদ্দাসে এক নামাজ পাঁচ শত নামাজের সমান।"
— (মাজমাউয যাওয়াইদ: ৪/১১)

অন্য এক হাদিসে ইবনে উমর (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
"আমার এই মসজিদে এক ওয়াক্ত নামাজ আদায় করা, মসজিদুল হারাম ছাড়া অন্য যেকোনো মসজিদের এক হাজার নামাজের চেয়ে উত্তম।"
— (সহিহ বুখারি: ১১৯০, সহিহ মুসলিম: ১৩৯৪)

এসএকে/