গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ড জাতির জন্য অশনি সংকেত: গোলাম পরওয়ার
প্রকাশ:
০৮ আগস্ট, ২০২৫, ১০:৩৭ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। এ নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।” তিনি বলেন, “সাংবাদিক তুহিন গাজীপুরে চাঁদাবাজি সংক্রান্ত একটি লাইভ সম্প্রচার করেছিলেন। এর কয়েক ঘণ্টা পরই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এটি প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রকমের অবনতির দিকে গেছে। যেখানে সাংবাদিকরাই নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনা নিঃসন্দেহে জাতির জন্য একটি অশনি সংকেত।” চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, “চাঁদার টাকা না পেয়ে অপরাধীরা শুধু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে না, বরং মানুষকেও হত্যা করছে। এমনকি চাঁদার ভাগ নিয়ে নিজেরাই একে অপরকে খুন করছে। এই পরিস্থিতি দেশের সামাজিক কাঠামোর জন্য চরম হুমকি।” তিনি বলেন, “চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। আমি দেশবাসীকে এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি, আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।” এসএকে/ |