
|  ঘুমের সময় স্মার্টফোন কতটা দূরে রাখা নিরাপদ?  
										প্রকাশ:
										০৭ আগস্ট, ২০২৫,  ০৮:২২ সকাল
					 নিউজ ডেস্ক | 
| _original_1754533306.jpg)  
 মুহাম্মদ মিজানুর রহমান বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। দিন শেষে ঘুমানোর সময়েও অনেকেই ফোনটি বালিশের পাশে কিংবা বিছানায় রেখেই ঘুমান। কিন্তু এটি স্বাস্থ্য ও নিরাপত্তার দিক থেকে কতটা সঠিক? গবেষণা বলছে, ঘুমের সময় স্মার্টফোন খুব কাছে রাখলে এর রয়েছে একাধিক ক্ষতিকর প্রভাব। রেডিয়েশন ঝুঁকি   ঘুমের ব্যাঘাত   মানসিক চাপ ও উদ্বেগ  নিরাপদ দূরত্ব কতটা? বিশেষজ্ঞরা বলেন, ঘুমের সময় স্মার্টফোন কমপক্ষে ৩ থেকে ৬ ফুট দূরে রাখা নিরাপদ। যদি ফোন অ্যালার্ম ঘড়ি হিসেবে ব্যবহার করেন, তাহলে এটি airplane mode চালু করে রাখা ভালো। এতে রেডিয়েশন ও নোটিফিকেশনের ঝুঁকি অনেকটাই কমে আসে।  এমএইচ/ |