আজ একটু দ্রুত ঘুরছে পৃথিবী
প্রকাশ:
০৫ আগস্ট, ২০২৫, ১১:৩১ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
একটি কথা সবাই জানি, একদিন মানে ২৪ ঘণ্টা। এই নিয়মে আমাদের ঘড়ি চলে, রুটিন চলে, অফিস-স্কুল চলে। কিন্তু আজ, ৫ আগস্ট ২০২৫, সেই হিসাব একটু বদলে যাচ্ছে। আজ পৃথিবী নিজের অক্ষে ঘুরে সম্পূর্ণ একবার চক্কর দিতে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় ১.৫ মিলিসেকেন্ড কম সময় নিচ্ছে। সূত্র: সিএনএন। এমন ঘটনা খুব একটা দেখা যায় না। গত কয়েক বছর ধরে বিজ্ঞানীরা লক্ষ করছেন, পৃথিবীর ঘূর্ণনের গতি মাঝে মধ্যে বাড়ছে। অর্থাৎ দিন দিন সময় যেন একটু করে কমে যাচ্ছে। আজকের দিনটি সেই ধারারই একটি চূড়ান্ত উদাহরণ। এই ছোট্ট পরিবর্তনটা শুনতে তেমন গুরুত্বপূর্ণ মনে না হলেও , এর প্রভাব পড়তে পারে আমাদের সময় গণনার পদ্ধতিতে, উপগ্রহ যোগাযোগে, এমনকি বিশ্বের ইন্টারনেট সার্ভার সিস্টেমেও। বিজ্ঞানীদের মতে, পৃথিবীর এই অস্বাভাবিক গতি বৃদ্ধি শুধু একটা আকস্মিক ঘটনা নয়—বরং এর পেছনে আছে জটিল ও কঠিন প্রাকৃতিক প্রক্রিয়া, যেমন চাঁদের টান, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব। চলুন জানা যাক, পৃথিবী কেন হঠাৎ করে একটু দ্রুত ঘুরছে, এর ফলাফল কী হতে পারে এবং সময় নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি আগামী দিনে কীভাবে বদলে যেতে পারে। যে কারশে পৃথিবী দ্রুত ঘুরছে? বিজ্ঞানীরা বক্তব্য, কয়েকটি কারণে এই পরিবর্তন ঘটছে: চাঁদের প্রভাব : চাঁদ যখন পৃথিবীর নিরক্ষরেখা থেকে একটু দূরে থাকে, তখন তার আকর্ষণ শক্তি পৃথিবীর ঘূর্ণনে সামান্য পরিবর্তন আনতে পারে। এতে করে পৃথিবী একটু দ্রুত ঘুরে যায়। ভেতরের পরিবর্তন : পৃথিবীর কেন্দ্রের মধ্যে থাকা গলিত লোহার মতো তরল পদার্থেরে এক্টিভিটিও পৃথিবীর ঘূর্ণন গতিতে প্রভাব ফেলতে পারে। এটি অনেকটাই পৃথিবীর ভেতরের 'গোপন ইঞ্জিন' বদলে যাওয়ার মতো। বরফ গলা ও মাটির ভারসাম্য বদল : উত্তর ও দক্ষিণ মেরুর বরফ গলে যখন পানি নিরক্ষরেখার দিকে ছড়িয়ে পড়ে, তখন পৃথিবীর ঘূর্ণন একটু ধীরে হতে থাকে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, এই ধীরগতি এখন কিছুটা চাপা পড়ে যাচ্ছে পৃথিবীর কেন্দ্রের পরিবর্তনের কারণে। সময় গণনায় যে সমস্যা দেখা দিতে পারে? ১৯৭২ সাল থেকে সময় গণনায় মাঝে মধ্যে এক সেকেন্ড করে যোগ করতে হয়েছে—যাকে বলা হয় লিপ সেকেন্ড—কারণ তখন পৃথিবীর ঘূর্ণন একটু ধীর ছিল। কিন্তু এখন যদি পৃথিবী দ্রুত ঘুরে, তাহলে সময়ের সঙ্গে মিলিয়ে রাখতে হলে একটা নেগেটিভ লিপ সেকেন্ড বা এক সেকেন্ড করে বাদ দিতে হতে পারে। পৃথিবীর সময় গণনায় এটা হবে একেবারে অভূতপূর্ব ঘটনা। এই সিদ্ধান্ত একদিন বাস্তবে এলে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান, স্যাটেলাইট, ব্যাংকিং সিস্টেম, এমনকি ইন্টারনেটেও ব্যাপক প্রভাব ফেলতে পারে। এমএম/ |