'ইনকিলাব কালচারাল সেন্টার' এর পাঠ্যতালিকায় জায়গা পেল আলেমদের যেসব বই
প্রকাশ: ০৫ আগস্ট, ২০২৫, ০৯:৩৯ সকাল
নিউজ ডেস্ক

ইনজামামুল হক

ইসলামি জ্ঞান, ইতিহাস ও চিন্তাধারা নতুন প্রজন্মে বিস্তার এবং একটি বুদ্ধিবৃত্তিক জাগরণ সৃষ্টির লক্ষ্যে ইনকিলাব মঞ্চ তাদের প্রতিষ্ঠান ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ এর পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত করেছে বিশিষ্ট আলেম, চিন্তাবিদ ও ইসলামি মনীষীদের লেখা গুরুত্বপূর্ণ ৪৭টি বই।

সম্প্রতি ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি তালিকায় স্থান পেয়েছে ইতিহাস, দর্শন, ইসলামি রাজনীতি ও আত্মচিন্তার ওপর গভীরতর বই, যা পাঠকদের একটি ব্যাপক দৃষ্টিভঙ্গি দিতে সক্ষম হবে।

এই তালিকার বইগুলো একদিকে যেমন নবীনদের জন্য জ্ঞানের দরজা খুলে দেবে, অন্যদিকে গবেষকদের জন্য উপস্থাপন করবে নতুন নতুন বিশ্লেষণের ক্ষেত্র। একঝাঁক আলেম ও বুদ্ধিজীবীর রচিত এই বইগুলোর তালিকা আওয়ার ইসলামের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

অন্তর্ভুক্ত বইয়ের তালিকা

মুসা আল হাফিজ-এর বইসমূহ:

অনিবার্য ইবনে খালদুন

অভ্যুত্থানের চিন্তাশিখা

আল কুরআন: পশ্চিমা আপত্তির সাথে বাহাস

ইসলামোফোবিয়ার উজানে

পাশ্চাত্যবাদ কথা বলছে

প্রাচ্যবাদ ও ইসলাম

ফিলিস্তিন বনাম জায়নবাদ

বাংলাদেশ ও ইসলাম: আত্মপরিচয়ের ডিসকোর্স

মহানবীর জীবনপঞ্জি

শতাব্দীর চিঠি

ইতিহাস ও জীবনীভিত্তিক বইসমূহ:

আর রাহিকুল মাখতুম – আল্লামা সফিউর রহমান মোবারকপুরী

আল বিদায়া ওয়ান নিহায়া – আল্লামা ইবনে কাসীর

আল মুকাদ্দিমা – ইবনে খালদুন

ইন্ডিয়া উইন্স ফ্রিডম – মৌলানা আব্দুল কালাম আজাদ

জীবনে যা দেখলাম – অধ্যাপক গোলাম আযম

জাদুল মা'আদ – আল্লামা ইবনুল কায়্যিম

হযরত উমর (রা.)-এর ঢাকা সফর – মুহাম্মদ নুরুযযামান

হাজী শরীয়াতুল্লাহ – মোশাররফ হোসেন খান

মোসলেম বঙ্গের সামাজিক ইতিহাস – মাওলানা আকরাম খাঁ

তাফসির ও হাদীস বিষয়ক বইসমূহ:

কুরআন মাজিদ – জিয়াউর রহমান মুন্সি

খোলাসাতুল কোরআন – মাওলানা মোহাম্মদ আসলাম শেখোপুর

তাফসিরে ইবনে কাসীর

ফি যিলালিল কুরআন – সাইয়্যেদ কুতুব

সিহাহ সিত্তা – ইসলামী ফাউন্ডেশন অনূদিত

ইসলামি দর্শন ও সমাজচিন্তা:

ইসলামি রাষ্ট্রে অমুসলিমদের অধিকার – আবুল আলা মওদুদী

সীরাতে রাসূলের পয়গাম – আবুল আলা মওদুদী

ইহইয়াউ উলুমুদ্দীন – ইমাম গাজ্জালী

ধৈর্য্য ও কৃতজ্ঞতার সুফল – ইমাম গাজ্জালী

মুকাদ্দিসাত – ড. আকরাম নদভী

সীরাতে মুস্তফা – ইদরীস কান্ধলভী

সিরাতে ইবনে হিশাম

যেমন ছিলেন তিনি – মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ

রাজনীতির মাওলানা – মহিউদ্দিন আহমদ

জীবনের খেলাঘরে – মাওলানা মহিউদ্দিন খান

২৪ এর গণ-অভ্যুত্থান – আব্দুল্লাহ আল মাসউদ

পিতামহ – সাব্বির জাদিদ

আজাদির সন্তান – সাব্বির জাদিদ

দ্য প্রফেট – কাহলিল জিবরান

আরএইচ/