জমিয়তের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের দ্বিপাক্ষিক বৈঠক
প্রকাশ:
০৩ আগস্ট, ২০২৫, ০৮:৫৮ রাত
নিউজ ডেস্ক |
![]()
জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা। রোববার (৩ আগস্ট) সন্ধ্যা থেকে রাজধানীর পল্টনে জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক চলছে। জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে ও জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সঞ্চালনায় দ্বিপাক্ষিক এই বৈঠক চলছে। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে উপস্থিত আছেন, দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আরও উপস্থিত আছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী ও প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী। এমএইচ/ |