
| 	
        
			
							
			
			  জুলাই বিপ্লব নিয়ে জানে আলমের অনবদ্য কাব্যগ্রন্থ  
			
			
	
			
										প্রকাশ:
										০৩ আগস্ট, ২০২৫,  ০৮:০৩ রাত
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 জুলাই বিপ্লবের আবেগ ও অভিঘাতকে ধারণ করে প্রকাশিত হয়েছে কবি জানে আলমের কাব্যগ্রন্থ “স্বাধীনতার ফুল ফুটেছে বিপ্লবীদের হাতে”। গ্রন্থটি পাঠ করলে বোঝা যায়, জুলাইয়ের ঝড় কবির মনোজগতে কতটা ক্ষিপ্রভাবে বয়ে গেছে। বইটির প্রথম কবিতা “তবু আমি দাঁড়ালাম” পড়লেই জুলাই বিপ্লবের তীব্রতা উপলব্ধি করা যায়। কবিতার শুরুতেই তিনি লিখেছেন— অতীত ও ভবিষ্যতের মেলবন্ধন গ্রন্থটি শুধু গদ্য কবিতায় সীমাবদ্ধ নয়; এতে রয়েছে ছড়া, শিশু কবিতা এবং প্রেরণাদায়ী রচনা। আবু সাঈদকে নিয়ে লেখা ছড়ায় কবি ফ্যাসিস্ট শাসনের দমবন্ধ করা পরিস্থিতি ফুটিয়ে তুলেছেন— “ছিল যখন বৈরী বাতাস এটি পাঠ্যতালিকায় স্থান পাওয়ার মতো এক শিক্ষণীয় রচনা। শিশুদের জন্য অনুপ্রেরণাদায়ী ছড়া মুগ্ধকে নিয়ে লেখা “আমরা সবাই মুগ্ধ হবো” ছড়ার শেষাংশে কবি লিখেছেন— শিশুদের জন্য এটি এক অনন্য শিক্ষণীয় বার্তা। প্রতিবাদী কণ্ঠস্বর কাব্যগ্রন্থটি ২৪-এর বিপ্লবের স্মারক হিসেবে অনন্য মর্যাদা পাবে এমন প্রত্যাশা করছেন পাঠক ও সমালোচকরা। শুদ্ধচিন্তার শক্তিমান কবি হিসেবে জানে আলম ইতোমধ্যেই বন্ধু মহলে পরিচিত। নতুন এই কাব্যগ্রন্থ তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে বলে বিশ্বাস করা হচ্ছে। এমএইচ/  |