হলুদ শুধু রাঙায় না, অনেক উপকারীও
প্রকাশ:
০৩ আগস্ট, ২০২৫, ০৩:১২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
মুহাম্মদ মিজানুর রহমান হলুদ আমাদের রান্নাঘরের পরিচিত একটি মসলা, যা শুধু খাবারকে রঙিনই করে না, বরং তা লুকিয়ে রাখে অসংখ্য ওষুধি গুণ। হাজার বছর ধরে আয়ুর্বেদিক ও ইউনানী চিকিৎসায় হলুদ ব্যবহার হয়ে আসছে নানা রোগ প্রতিরোধে। হলুদের উপকারিতা: ১. প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক: ২. প্রদাহ ও ব্যথা কমাতে সহায়ক: ৩. রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়: ৪. হজমে সাহায্য করে: ৫. চর্মরোগের প্রাকৃতিক ওষুধ: ৬. ক্যান্সার প্রতিরোধে সহায়ক: ৭. হৃদরোগ ও ডায়াবেটিসে উপকারী: হলুদ শুধু রঙ বা স্বাদের জন্য নয়, বরং এটি একটি প্রাকৃতিক ওষুধ। প্রতিদিনের জীবনে পরিমিত পরিমাণে হলুদের ব্যবহার শরীর ও মনের জন্য হতে পারে অত্যন্ত উপকারী। এমএইচ/ |