জামায়াত আমিরের শয্যাপাশে ইসলামী আন্দোলনের নেতারা
প্রকাশ: ০১ আগস্ট, ২০২৫, ০৮:১৯ সকাল
নিউজ ডেস্ক

হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে হাসপাতালে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা।

উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান।

এসময় জামায়াত আমিরের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন নেতারা।

প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর আমিরের হার্টে তিন ব্লক ধরা পড়েছে। তার ওপেন হার্ট সার্জারির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শিগগির তার ওপেন হার্ট সার্জারি করা হবে। এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। পরে তিনি কিছুটা সুস্থ বোধ করলে বক্তব্য দেন। সেদিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন জামায়াত আমির। তবে সেদিন চিকিৎসকরা শারীরিক কোনো জটিলতা না পাওয়ায় তাকে রিলিজ দেন।

আরএইচ/