তাবলিগের বিভেদ নিরসনে কমিটি হচ্ছে: ধর্ম উপদেষ্টা
প্রকাশ:
৩০ জুলাই, ২০২৫, ০২:৪৬ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
দীর্ঘদিন ধরে তাবলিগ জামাতের মধ্যে চলমান বিভেদ নিরসনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দুই পক্ষের প্রতিনিধি নিয়ে সরকারের মধ্যস্থতায় একটি কমিটি গঠন হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফম খালিদ হোসেন। বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে তাবলিগের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন। তাবলিগের বিবাদ নিরসনে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে এ কমিটি হবে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, 'কমিটিতে দুই পক্ষ তাদের প্রতিনিধি থাকবেন। আশা করি এই কমিটির মাধ্যমে উভয় গ্রুপ একটি সমঝোতায় উপনীত হতে পারবে। সামনে সংঘাতের পথ বন্ধ হয়ে যাবে। আমরা এটাই চাচ্ছি। আরএইচ/ |