
| 	
        
			
							
			
			  আজ ‘একুশের রাতে’ অতিথি ইসলামী আন্দোলনের শাহ ইফতেখার তারিক  
			
			
	
			
										প্রকাশ:
										২৭ জুলাই, ২০২৫,  ০৮:২২ রাত
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 ইনজামামুল হক 
আজ রোববার (২৭ জুলাই) রাত ১২টায় টেলিভিশন চ্যানেল একুশে টিভির (ETV) বিশেষ আয়োজন ‘একুশের রাত’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও আলোচিত উপস্থাপক শাহ ইফতেখার তারিক। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে একুশে টেলিভিশনে। এতে শাহ ইফতিখার তারিক ইসলামী আন্দোলন, সমসাময়িক জাতীয় ও ধর্মীয় প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বলে জানা গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে দলের কর্মী-সমর্থক ও ধর্মপ্রাণ মুসলমানদের অনুষ্ঠানটি দেখার আহ্বান জানানো হয়েছে।  |