টানা ৫ দিন বৃষ্টি, আজ সন্ধ্যায় ১০ জেলায় ঝড়ের সম্ভাবনা
প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ০১:৩০ দুপুর
নিউজ ডেস্ক

উপকূলীয় নিম্নচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার মধ্যে ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতির দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ ঝড়-বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের ঝাড়খণ্ড অঞ্চলে প্রবেশ করেছে। মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, উত্তর প্রদেশ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

বিভাগওয়ারি সম্ভাব্য আবহাওয়া ২৬ জুলাই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং বাকি বিভাগগুলোতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

২৭–৩০ জুলাই পর্যন্ত প্রতিদিনই দেশের প্রায় সব বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

তাপমাত্রা: সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে বা প্রায় অপরিবর্তিত থাকবে।

এসএকে/