সকালে এই ৫টি ভেজানো খাবার খাচ্ছেন তো?
প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫, ১১:৫০ দুপুর
নিউজ ডেস্ক

সকালে খালি পেটে কিছু নির্দিষ্ট ভেজানো খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আয়ুর্বেদ ও আধুনিক পুষ্টিবিদদের মতে, এভাবে খেলে হজম ভালো হয়, শরীর পুষ্টি ভালোভাবে শোষণ করতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। জেনে নিন, কোন ৫টি খাবার সকালে ভিজিয়ে খাওয়া সবচেয়ে উপকারী—

১) ভেজানো বাদাম

প্রতিদিন সকালে খালি পেটে ৫–৬টি ভেজানো বাদাম খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে, হার্ট থাকে সুস্থ। এতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বক ও চুলের যত্নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২) ভেজানো মেথি দানা

রাতে ১ চা চামচ মেথি দানা পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, হজমশক্তি বাড়ে এবং ওজন কমাতেও সাহায্য করে।

৩) ভেজানো চিয়া বীজ

চিয়া বীজে থাকে ওমেগা-৩, ফাইবার ও প্রোটিন। রাতে ভিজিয়ে সকালে খেলে হজমে সহায়তা করে, দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং শরীরের পানিশূন্যতা দূর হয়।

৪) ভেজানো কিসমিস

ভেজানো কিসমিসে থাকে আয়রন, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। এটি রক্তস্বল্পতা দূর করে, হাড় মজবুত রাখে এবং লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে।

৫) ভেজানো সূর্যমুখীর বীজ

এই বীজে রয়েছে ভিটামিন ই, জিঙ্ক ও সেলেনিয়াম। রাতে ভিজিয়ে সকালে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ত্বক হয় উজ্জ্বল ও প্রাণবন্ত।

কেন ভিজিয়ে খাবেন?

ভিজিয়ে রাখলে খাবারের ফাইটিক অ্যাসিড ভেঙে যায়, যা মিনারেল শোষণে বাধা দেয়। ফলে শরীর সহজে পুষ্টি গ্রহণ করতে পারে।

হজমে সুবিধা হয় এবং পেট থাকে স্বস্তিতে।

পুষ্টিগুণ বেড়ে যায় ও শরীর থাকে চাঙ্গা।

এনএইচ/