সড়ক দুর্ঘটনায় নাটোর জেলা দায়িত্বশীলের মৃত্যু, পীর সাহেব চরমোনাইয়ের শোক
প্রকাশ:
২৬ জুলাই, ২০২৫, ১১:১৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলার আওতাধীন একটি শাখার প্রোগ্রাম শেষে ফেরার পথে শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ঢাকা-নাটোর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবির হোসেন এবং গুরুতর আহত হয়েছেন জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী। মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। এক শোকবার্তায় পীর সাহেব চরমোনাই মরহুম আবিরের শাহাদাতের মর্যাদা কামনা করেন, গুরুতর অসুস্থ জেলা সভাপতির সুস্থতা কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এনএইচ/ |