বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা অধিবেশন শুরু
প্রকাশ:
২৬ জুলাই, ২০২৫, ১০:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরার ২০২৫-২৬ সেশনের প্রথম অধিবেশন শুরু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় ঢাকা জেলা ক্রীড়া পরিষদ মিলনায়তন, মতিঝিলে এই অধিবেশন শুরু হয়। শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সভাপতিত্ব করছেন সংগঠনের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। পরিচালনা করছেন যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। এর আগে কেন্দ্রীয় শূরা অধিবেশনকে সামনে রেখে শুক্রবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠক পরিচালনা করেন যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। এনএইচ/ |