
| 	
        
			
							
			
			  রামপুরা আলজান্নায় হাফেজাদের সম্মাননা শনিবার  
			
			
	
			
										প্রকাশ:
										২৫ জুলাই, ২০২৫,  ০২:৩০ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 রাজধানীর পূর্ব রামপুরার আল জান্নাহ মহিলা মাদরাসার হিফজ সমাপনকারী ছাত্রীদের সম্মাননা, পুরস্কার বিতরণী উপলক্ষে ইসলাহী মাহফিল ২৬ জুলাই ২০২৫ শনিবার সকালে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালিবাগ জামিয়া শারইয়্যার শাইখুল হাদিস ও বর্ষীয়ান আলেমেদ্বীন আল্লামা আবু সাবের আবদুল্লাহ। এছাড়াও অতিথি হিসেবে থাকবেন, জামিয়া কাসেম নানুতাবীর শাইখুল হাদিস মাওলানা মুহাম্মাদ যাইনুল আবিদীন, ঢাকা মেইল নিউজ এডিটর মাওলানা জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম সম্পাদক মুফতী হুমায়ুন আইয়ুব, জামিয়া কাসেম নানুতাবীর মুহাদ্দিস মুফতী সাইফুল ইসলাম, মারকাযুল ইসলাহ প্রিন্সিপাল মুফতী কাজী সিকান্দার, মাদরাসা উসমান প্রিন্সিপাল মাওলানা আবু মূসা কবির, যিয়ান পাবলিকেশন্সের সত্ত্বাধিকারী মাওলানা আমিন আশরাফ, জামিয়া নূরে মদীনার মুহাদ্দিস মুফতী সাইদুজ্জামান নূর. প্রতিদিনের সংবাদ সাহিত্য সম্পাদক মীর হেলাল, আল আমানাহ একাডেমীর পরিচালক মাওলানা শেখ শরিফ হাসানাত প্রমুখ। ইসলাহী এই অনুষ্ঠানে মহিলা স্রোতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আল জান্নাহ মহিলা মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, আলিফ বা থেকে পড়ে এই প্রথম কয়েকজন ছাত্রী হিফজ সমাপন করেছে। তাদের উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা করেই আমরা এ আয়োজন করেছি। এসএকে/  |