বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দিচ্ছে চীনা বিশেষজ্ঞদল
প্রকাশ: ২৫ জুলাই, ২০২৫, ০২:১০ দুপুর
নিউজ ডেস্ক

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সেবা শুরু করেছে চীনা বিশেষজ্ঞদল। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় বার্ন ইনস্টিটিউটে এসে আহতদের পর্যবেক্ষণ শুরু করেন চীনের হুবেই প্রদেশের উহান থার্ড হসপিটাল থেকে আসা চিকিৎসকরা। তারা সিঙ্গাপুর ও ভারতের বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বিতভাবে চিকিৎসা পরামর্শ দেবেন। পরে গণমাধ্যমকে ব্রিফ করার সম্ভাবনাও রয়েছে।

হাসপাতাল চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিমানবাহিনী পরিস্থিতি নজরদারিতে রেখেছে।

বার্ন ইনস্টিটিউট জানিয়েছে, আপাতত রক্ত বা ত্বক ডোনেশনের প্রয়োজন নেই। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে।

এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছায় চীনা চিকিৎসকদল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স শাখার প্রধান সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি।

এসএকে/