বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা ছাত্রের
প্রকাশ:
২৫ জুলাই, ২০২৫, ১১:২০ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
নেত্রকোনার বারহাট্টায় বজ্রপাতে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার আসমা ইউনিয়নের গাভারকান্দা গ্রামে। মৃত মো. ইছাক মিয়া গাভারকান্দা গ্রামের ফজু রহমানের ছেলে ও গাভারকান্দা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ইছাক বাড়ির সামনে কচু খেত থেকে লতি তুলতে যায়। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্থান্তর করা হয়েছে। বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান জানান, বজ্রপাতে মৃত ইছাকের মরদেহ দাফনের জন্য তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এনএইচ/ |