হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটের তথ্য লুকিয়ে রাখবেন যেভাবে
প্রকাশ:
২৪ জুলাই, ২০২৫, ০৮:৩১ রাত
নিউজ ডেস্ক |
![]()
মুহাম্মদ মিজানুর রহমান বর্তমানে হোয়াটসঅ্যাপ শুধু যোগাযোগের মাধ্যম নয়, অনেকের ব্যক্তিগত ও পেশাগত তথ্য সংরক্ষণের একটি জায়গাও। তাই ব্যক্তিগত চ্যাট বা সংবেদনশীল তথ্য অন্যের নজর থেকে সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোয়াটসঅ্যাপ এখন বেশ কয়েকটি সুবিধা দিচ্ছে, যার মাধ্যমে আপনি সহজেই আপনার গোপনীয়তা বজায় রাখতে পারেন। ১. চ্যাট লক ফিচার ব্যবহার করুন ২. আর্কাইভ করে রাখুন ৩. ফিঙ্গারপ্রিন্ট লক চালু করুন ৪. নোটিফিকেশন থেকে তথ্য লুকান ৫. ব্যাকআপ এনক্রিপশন চালু করুন ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা আজকের সময়ে অত্যন্ত জরুরি। প্রযুক্তির সুবিধা বুঝে ব্যবহার করলে নিজের তথ্য নিজেই নিরাপদ রাখা সম্ভব। এমএইচ/ |