হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটের তথ্য লুকিয়ে রাখবেন যেভাবে  
প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫, ০৮:৩১ রাত
নিউজ ডেস্ক

মুহাম্মদ মিজানুর রহমান  

বর্তমানে হোয়াটসঅ্যাপ শুধু যোগাযোগের মাধ্যম নয়, অনেকের ব্যক্তিগত ও পেশাগত তথ্য সংরক্ষণের একটি জায়গাও। তাই ব্যক্তিগত চ্যাট বা সংবেদনশীল তথ্য অন্যের নজর থেকে সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

হোয়াটসঅ্যাপ এখন বেশ কয়েকটি সুবিধা দিচ্ছে, যার মাধ্যমে আপনি সহজেই আপনার গোপনীয়তা বজায় রাখতে পারেন।

১. চ্যাট লক ফিচার ব্যবহার করুন  
হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট চ্যাট লক করার সুবিধা চালু হয়েছে। আপনি চাইলে যেকোনো ব্যক্তির চ্যাট ফিঙ্গারপ্রিন্ট, পাসকোড বা ফেস আইডির মাধ্যমে লুকিয়ে রাখতে পারবেন। এ জন্য:  চ্যাট ওপেন করে ওপরের তিনটি ডট অপশনে গিয়ে  “Chat Lock” অপশন ফিচারটি চালু করুন।  

২. আর্কাইভ করে রাখুন  
কোনো চ্যাট সরাসরি ইনবক্সে না রেখে আর্কাইভ করতে পারেন। এতে চ্যাটটি আর ইনবক্সে দৃশ্যমান থাকবে না, তবে বার্তা এলে তা নোটিফিকেশনে আসবে না।  এজন্য চ্যাটটি প্রেস করে ধরে উপরের আর্কাইভ আইকনে ক্লিক করুন।  

৩. ফিঙ্গারপ্রিন্ট লক চালু করুন  
পুরো হোয়াটসঅ্যাপ অ্যাপেই লক দিতে পারেন। এতে অ্যাপ খুলতেই পাসকোড বা ফিঙ্গারপ্রিন্ট চাওয়া হবে।  এজন্য- Settings > Privacy > Fingerprint lock > Enable করুন।  

৪. নোটিফিকেশন থেকে তথ্য লুকান  
নোটিফিকেশন প্যানেলে বার্তার প্রিভিউ আসলে অন্য কেউ পড়ে ফেলতে পারে। তা বন্ধ করতে Settings > Notifications > Show Preview > Off করুন।

৫. ব্যাকআপ এনক্রিপশন চালু করুন  
Google Drive বা iCloud-এ চ্যাট ব্যাকআপে এনক্রিপশন চালু করে রাখলে তৃতীয় পক্ষ পড়তে পারবে না। এজন্য Settings > Chats > Chat backup > End-to-end encrypted backup চালু করুন। 

ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা আজকের সময়ে অত্যন্ত জরুরি। প্রযুক্তির সুবিধা বুঝে ব্যবহার করলে নিজের তথ্য নিজেই নিরাপদ রাখা সম্ভব।

এমএইচ/