আল-হাইআতুল উলয়া-তে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগ
প্রকাশ:
২৪ জুলাই, ২০২৫, ০৮:২৩ রাত
নিউজ ডেস্ক |
![]()
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনস্থ পরীক্ষানিয়ন্ত্রক দপ্তরে “নায়েবে নাজিমে ইমতিহান” (সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক) পদে একজন পূর্ণকালীন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এ উপলক্ষে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। পদের বিবরণ: সংখ্যা: ১ জন (পূর্ণকালীন) বেতন: মোট ৪৫,৩৬০/- টাকা আবেদনকারীর যোগ্যতা: স্বনামধন্য মাদরাসায় ১০ বছর মিয়ারী কিতাব পড়ানোর অভিজ্ঞতা ন্যূনতম বয়স ৪০ বছর আরবি, বাংলা ও উর্দু ভাষায় দক্ষতা প্রশ্নপত্র প্রণয়ন, এবারতের বিশ্লেষণ ও সংশ্লিষ্ট কাজে পারদর্শিতা কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ততা শর্তাবলি: সুন্নত মোতাবেক জীবনাচার, উত্তম চরিত্র ও আমানতদারিত্ব আবশ্যক। কোনো ভ্রান্ত ফিরকা বা রাজনৈতিক সংশ্লিষ্টতা গ্রহণযোগ্য নয়। দেশের যেকোনো শাখায় দায়িত্ব পালনে আগ্রহ থাকতে হবে। প্রাথমিকভাবে ১ বছরের জন্য নিয়োগ, সন্তোষজনক কর্মদক্ষতা থাকলে স্থায়ী করা হবে ইনশাআল্লাহ আবেদন পদ্ধতি: আবেদনের শেষ তারিখ: ১৬ আগস্ট ২০২৫ প্রয়োজনীয় সংযুক্তিসমূহ: জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন জীবনবৃত্তান্ত (CV) সদ্যতোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদন পাঠানোর ঠিকানা: যোগাযোগ: প্রয়োজনে WhatsApp মেসেজ করুন: ০১৩০৫-৬৫৬৭০৩ এসএকে/ |