মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় এখনও ৫ জন নিখোঁজ
প্রকাশ:
২৪ জুলাই, ২০২৫, ০৩:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার তিন দিন পরও তিনজন ছাত্রী ও দুইজন অভিভাবকের সন্ধান মেলেনি। ওই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির সদস্য এবং প্রতিষ্ঠানটির স্কুল শাখার প্রধান শিক্ষক খাদিজা আক্তার বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমাদের কাছে আসা তথ্যমতে এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন, তাদের ৩ জন শিক্ষার্থী এবং ২ জন অভিভাবক। এ তথ্য পরিবারগুলোর পক্ষ থেকে আসা তথ্যের ভিত্তিতে। আমরা দুপুর নাগাদ সংবাদ সম্মেলন করে বা মিডিয়া উইংয়ের মাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাব।’ এদিকে আগামী রোববার থেকে প্রতিষ্ঠানটির নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে। এমএইচ/ |