ঢাকায় পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি তারিক মাসুদ; জেনে নিন সফরসূচি 
প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ০৮:০৮ রাত
নিউজ ডেস্ক

পাকিস্তানের প্রখ্যাত আলেম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা ও দাঈ মুফতি তারিক মাসুদ (হাফিজাহুল্লাহ) ৯ দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বাংলাদেশের ইসলামি অঙ্গনে তার আগমন নিয়ে ইতোমধ্যে দেশজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ।

সফরকালে তিনি ঢাকা, কক্সবাজার, সিলেট ও মৌলভীবাজারসহ বিভিন্ন স্থানে ইসলামি আলোচনা, ফিকহ সেমিনার, তরুণদের উদ্দেশ্যে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেম-উলামাদের সঙ্গে মতবিনিময় করবেন।
 
সফরসূচি: 

২৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বক্তব্য রাখবেন। একই দিন রাত ৯টায় ঢাকার ওয়ারী এলাকায় মসজিদুন নূরে একটি আলোচনায় অংশ নেবেন। এই দিনের দুটি আয়োজনেই মূল আয়োজক হিসেবে থাকবেন হিশামুর রহমান তালহা ও মোশাররফ হোসেন মাহমুদ।
 
পরদিন ২৫ জুলাই শুক্রবার দুপুর ১২টায় তিনি বনশ্রী সেন্ট্রাল মসজিদে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। একই দিন রাত ৭টা ৩০ মিনিটে পল্লবীর ইনসাফ ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে আরও একটি বড় পরিসরের ইসলামি আলোচনা। এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে থাকবেন মোশাররফ হোসেন মাহমুদ ও খালিদ সাইফুল্লাহ আয়ূবী।
 
 ২৬ জুলাই শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর বক্তব্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর বিকাল ৩টা ৩০ মিনিটে তিনি রাজধানীর নয়াপল্টনে জনাকি কনভেনশন হলে অংশ নেবেন এক বিশেষ ইসলামি সম্মেলনে। এই দিনের দুটি অনুষ্ঠানেই আয়োজনে যুক্ত থাকবেন হিশামুর রহমান তালহা ও খালিদ সাইফুল্লাহ আয়ূবী।
 
২৯ জুলাই মঙ্গলবার কক্সবাজারে রাত ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে একটি ফিকহ সেমিনার। এটি আয়োজন করছেন খালিদ সাইফুল্লাহ আয়ূবী। এর মাধ্যমে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলেও ইসলামি চিন্তাচর্চার একটি নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।
 
৩০ জুলাই বুধবার সকালে তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন। রাতে মৌলভীবাজার সদরে আরেকটি ইসলামি সম্মেলনে অংশ নেবেন। এই দুই আয়োজনের পেছনে রয়েছেন হিশামুর রহমান তালহা ও খালিদ সাইফুল্লাহ আয়ূবী।
 
৩১ জুলাই বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হবে তাঁর সফরের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ আয়োজন—আন্তর্জাতিক ইসলামিক দাওয়াহ কনফারেন্স। এই অনুষ্ঠানটি হবে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। আয়োজনে রয়েছে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার।
 
মুফতি তারিক মাসুদের সফরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ঢাকায় আসতে শুরু করেছেন। ইসলাম ও আধুনিক চিন্তার সমন্বয়, তরুণ প্রজন্মের প্রতি উদার আহ্বান এবং সোজাসাপ্টা উপস্থাপনায় তিনি মুসলিম সমাজে অনন্য উচ্চতায় পৌঁছেছেন। তাঁর এই সফর বাংলাদেশে ইসলামি দাওয়াহ ও সামাজিক জাগরণে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
 
মুফতি তারিক মাসুদ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি দারুল উলূম করাচি থেকে ইসলামি শিক্ষায় দাওরায়ে হাদীস ও ইফতা কোর্স সম্পন্ন করেন এবং প্রখ্যাত আলেম মুফতি রফী উসমানী ও মুফতি তকী উসমানীর ছাত্র ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে পাকিস্তানে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন এবং তাঁর ভাষণগুলো ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলিয়নেরও বেশি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।