মিরপুরে স্বপ্ন সুপার শপে অগ্নিকাণ্ড
প্রকাশ:
২৩ জুলাই, ২০২৫, ০২:২৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকায় অবস্থিত স্বপ্ন সুপার শপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১টা ১২ মিনিটের দিকে ছয়তলা একটি ভবনের নিচতলায় থাকা স্বপ্ন সুপার শপে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ১টা ৩৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান তিনি। তবে কী কারণে আগুনের সূত্রপাত এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসএকে/ |