ছাত্রদের দাবিতে উত্তাল মাইলস্টোন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
প্রকাশ:
২২ জুলাই, ২০২৫, ০২:২৮ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে। এতে উত্তপ্ত হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। সোমবার (২২ জুলাই) দুপুরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এবং প্রেস সচিব শফিকুল আলমকে কলেজের ৫ নম্বর ভবনে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। দাবি মানার ঘোষণা দেওয়ার পরও আন্দোলন থামেনি। বরং শিক্ষার্থীরা ঘোষণাকে "ভুয়া" বলে প্রত্যাখ্যান করে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে ক্যাম্পাস মুখর করে তোলে। একপর্যায়ে শিক্ষার্থীরা জুতা ও পানির বোতল ছুড়ে মারলে অতিরিক্ত পুলিশ ক্যাম্পাসে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। অভিভাবকরাও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন। কলেজ ভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। শিক্ষার্থীদের ৬ দফা দাবি: শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে—সহপাঠীদের মৃত্যুর দায় এড়ানো যাবে না। সঠিক তদন্ত ও জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এসএকে/ |