প্লে স্টোরে থাকা ক্ষতিকর অ্যাপ চেনার সহজ উপায়
প্রকাশ:
২১ জুলাই, ২০২৫, ১০:৪৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
গুগল প্লে স্টোরে প্রতিদিনই নতুন নতুন অ্যাপ যুক্ত হচ্ছে। প্রয়োজনমতো অ্যাপ ডাউনলোড করে ব্যবহারকারীরা নিজেদের ফোনে নানা সুবিধা নিচ্ছেন। তবে এসব অ্যাপের মধ্যেই কিছু ক্ষতিকর অ্যাপ গোপনে জায়গা করে নেয়, যা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি, ডিভাইসে ভাইরাস ছড়ানো কিংবা হ্যাকিংয়ের মতো অপরাধে ব্যবহৃত হয়। সম্প্রতি গুগল একাধিকবার প্লে স্টোর থেকে হাজার হাজার ক্ষতিকর অ্যাপ সরিয়ে নিয়েছে। এর পেছনে প্রধান লক্ষ্য—ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু প্রশ্ন হচ্ছে—আপনি কিভাবে বুঝবেন কোন অ্যাপটি ক্ষতিকর? চিনে নেওয়ার কিছু কার্যকর উপায় নিচে দেওয়া হলো: অ্যাপের উৎস ও বিবরণ যাচাই করুন, অ্যাপ ডাউনলোডের আগে দেখে নিন, কে অ্যাপটি তৈরি করেছে (ডেভেলপার নাম), প্রকাশের তারিখ, কী কী ফিচার রয়েছে, বিশেষ সতর্কতা: যদি অ্যাপের বিবরণে ভাষাগত ভুল, অদ্ভুত ফিচার বা অসংলগ্ন তথ্য থাকে—সেটি নকল বা সন্দেহজনক অ্যাপ হতে পারে। রেটিং ও রিভিউ মনোযোগ দিয়ে পড়ুন, ব্যবহারকারীরা কী বলছেন, তা ভালোভাবে পড়ুন, একই ধাঁচের নেতিবাচক রিভিউ বা সন্দেহজনক মন্তব্য থাকলে সাবধান হোন, একই ধরনের ভাষা বারবার ব্যবহার হওয়া রিভিউ সাধারণত বট দ্বারা তৈরি হয়। অপ্রয়োজনীয় অনুমতির ফাঁদ থেকে দূরে থাকুন: কোনো অ্যাপ যদি ইনস্টলের সময় নিচের অনুমতি চায়, তাহলে সতর্ক হোন: মাইক্রোফোন, ক্যামেরা, লোকেশন, কনট্যাক্ট লিস্ট, মেসেজ। এইসব ফিচার অ্যাপের কাজের সাথে যুক্ত না হলে তা ব্যক্তিগত তথ্য চুরির চেষ্টা হতে পারে। ব্যবহার করুন Google Play Protect গুগল প্লে প্রোটেক্ট একটি বিল্ট-ইন সিকিউরিটি ফিচার, যা: আপনার ফোনে থাকা অ্যাপ স্ক্যান করে, ক্ষতিকারক অ্যাপ শনাক্ত করে, ডাউনলোডের আগেই সতর্কবার্তা দেয় Settings > Security > Google Play Protect থেকে এটি চালু আছে কি না দেখে নিন। এনএইচ/ |