অসুস্থতার খবরে জামায়াত আমিরের বাসায় ধর্ম উপদেষ্টা
প্রকাশ: ২০ জুলাই, ২০২৫, ০৩:১৩ দুপুর
নিউজ ডেস্ক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে তাঁকে দেখতে রোববার (২০ জুলাই) সকালে তাঁর বাসায় যান অন্তর্বর্তী সরকারের ধর্ম-বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এ সময় তিনি জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান রবের কাছে দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির ফখরুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আমির ডা. খালিদুজ্জামান।

গতকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে সভাপতির ভাষণ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরে তিনি স্টেজে বসে বসে বক্তব্য দেন।

সমাবেশ শেষে তাকে রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জামায়াত আমিরকে দেখতে যান। তবে শারীরিক কোনো জটিলতা না থাকায় রাতেই তিনি বাসায় ফিরেন।

এসএকে/